২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পিএম বগুড়ার নন্দীগ্রামে খাদিজা মিষ্টি (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌর সদরের ওমরপুর মহল্লার ফোরকান আলীর স্ত্রী। ঘটনাটি রহস্যজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা– নেপথ্যের রহস্য উন্মোচনে তদন্ত চলছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদরের ওপরপুর মহল্লায় স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহে স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। গৃহবধূর স্বামী ফোরকান আলী জানান, ঘটনার দিন সকালে তিনি ওমরপুর সাপ্তাহিক হাটে যান। দুপুর ১২টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখেন। ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে দরজা...