প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১০৪ জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিয়েছেন। গত তিন দিনে তিনি বিভিন্ন সংস্থার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রপ্রধানদের মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। কিন্তু এসব বৈঠক থেকে বাংলাদেশ কী বার্তা পাচ্ছে, তা নিয়ে কৌতুহল বেড়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, সমালোচকরা নানা কথা বললেও সরকারের তরফ থেকে বলা হচ্ছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিয়ে নিউইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সিরিজ দ্বিপক্ষীয় বৈঠক, বৈশ্বিক নেতাদের সঙ্গে আলোচনা আর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিচ্ছেন তিনি। নিউইয়র্কে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে একটি সেমিনারে অংশ নেন প্রধান উপদেষ্টা। এর আগে তিনি কসভোর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। গত বুধবার দিনভর পাকিস্তান, ইতালি, ফিনল্যান্ড ও কসোভোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক...