গাজীপুরের শ্রীপুরে নাটকের কথা বলে এক মডেলকে রিসোর্টে এনে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা রুজু হয়েছে। মামলায় নাটকের পরিচালকসহ ৩ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নির্যাতিত নারী বাদী হয়ে শ্রীপুর থানায় ৩ জনের নামে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, নাটকের পরিচালক মো. নাছির (৩৫), তার সহযোগী মো. বাবর (৩২) ও অজ্ঞাত পরিচয় রিসোর্টের মালিক, যার বয়স ৬০ বছর। এজাহারে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। থানায় দায়ের করা এজাহার ও বাদির বক্তব্য থেকে জানা গেছে, ভুক্তভোগী নারী একজন আর্টিস্ট ও মডেল। মামলায় অভিযুক্ত মো. নাছির নাটকের পরিচালক ও মোঃ বাবর এবং অপরজন রিসোর্টের মালিক। গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে স্যুটিংয়ের কথা বলে ঢাকার মিরপুর থেকে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি...