এশিয়া কাপে ভারতের ব্যাটিং অর্ডারে যত তারকা খেলোয়াড়ই থাকুক না কেন, সব আলো কেড়ে নেওয়ার যেন মিশনে নেমেছেন অভিষেক শর্মা। বাঁহাতি এই ওপেনার খেললেন মাত্র ৩১ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল ১০টি বাউন্ডারি। তার ঝলকেই শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে ২০২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করালো ভারত।টস জিতে আগে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক চরিথ আসালাঙ্কা। কিন্তু শুরু থেকেই সেই সিদ্ধান্ত পরিণত হলো ভয়াবহ বুমেরাংয়ে। যদিও ভারতের ইনিংসের প্রথম ধাক্কা আসে দ্বিতীয় ওভারে—মাত্র ৪ রান করে মহেশ থিকশানার বলে ক্যাচ দিয়ে ফেরেন শুভমান গিল। স্কোর তখন মাত্র ১৫।এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অভিষেক। অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে গড়েন ৫৯ রানের জুটি। যদিও সূর্যকুমার ১৩ বলে ১২ রান করে হাসারাঙ্গার শিকার হন। কিন্তু অভিষেকের ব্যাট তখনও ঝড়...