জাতিসংঘ সাধারন অধিবেশনের ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আট বছর পেরিয়ে গেলেও মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিপীড়ন ও অধিকারবঞ্চনা অব্যাহত রয়েছে, যা গোটা অঞ্চলের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘রাখাইনে সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতি থেকে জন্ম নেওয়া বৈষম্যমূলক নীতি ও নিপীড়ন আজও চলমান। এই বৈষম্যমূলক নীতি অবিলম্বে পরিবর্তন করতে হবে। আরও পড়ুনআরও পড়ুনজবাবদিহিতা ছাড়া উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর: প্রধান উপদেষ্টা তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান কেবল রাজনৈতিক উপায়ে সম্ভব, যেখানে মিয়ানমারের সব জাতিগত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে হবে এবং রোহিঙ্গাদের সমান অধিকারসহ নাগরিকত্ব নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সহায়তা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি)...