চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ফাইনালে শিবগঞ্জকে ৪-১ গোলে পরাজিত করে সদর উপজেলা দল শিরোপা জয় করেছে। তারুণ্যের উৎসব ঘিরে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর চূড়ান্ত খেলায় শুক্রবার বিকালে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে সদর উপজেলা ফুটবল দল। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে দুই সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় করেন হাজারও দর্শক। সদর উপজেলার পক্ষে দুইটি করে গোল করেন দলের দুই তারকা খেলোয়াড় আব্দুল আহাদ এবং ঘানার বিদেশি খেলোয়াড় বুয়াচিন। শিবগঞ্জের হয়ে একমাত্র গোলটি করেন জাহিদুল ইসলাম। টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্যের জন্য আব্দুল আহাদ ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন এবং সর্বোচ্চ ৮টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। ফাইনালের সেরা খেলোয়াড় অর্থাৎ ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন সদর উপজেলার আব্দুস সামাদ।...