শারদীয় দুর্গাপূজা ও কঠিন চীবর দান উৎসবকে সামনে রেখে শান্তিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় "সম্প্রীতি সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সঞ্চালনায় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সম্প্রীতি শুধু একটি শব্দ নয়, এটি একটি চর্চা—যা আমাদের সমাজকে শান্তি ও সৌহার্দ্যের পথে এগিয়ে নিয়ে যায়। উপদেষ্টা সকল ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে কোয়ালিটি এডুকেশন, লাইভলীহুড ডেভেলপমেন্ট...