অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজায় ইসরাইলের নির্বিচার গণহত্যায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ গণহত্যা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করার আহ্বান জানান।শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থার সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। দেশটির স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়া অধিবেশনে প্রধান উপদেষ্টা দিনের দশম বক্তা হিসেবে ভাষণ দেন।ড. ইউনূস বলেন, গাজায় আমরা সবচেয়ে মর্মান্তিক অবস্থা দেখছি। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে। বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। হাসপাতাল, স্কুলসহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। আমাদের চোখের সামনেই ঘটছে এ নির্বিচার গণহত্যা। অন্তর্বর্তী সরকারের...