পিআর পদ্ধতি নিয়ে সংস্কার কমিশনের একঘেয়েমির কারণে ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলো বাধ্য হয়ে রাজপথে নেমেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন ঢাকা-৮ আসনে ফকিরাপুল কালভার্ট রোডে আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। দলটির মুখপাত্র বলেছেন, “আমাদের পক্ষে থেকে পিআর নিয়ে বারবার সংস্কার কমিশনকে আলোচনা পর্যালোচনার আহ্বান জানানো হলেও সংস্কার কমিশন বারবার জনগুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করার কারণেই রাজপথে নামতে বাধ্য হয়েছি।” “যে সিস্টেমের কারণে দেশে বারবার স্বৈরাচার তৈরি সে সিস্টেমকে জিইয়ে রাখতে জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতা জীবন বিসর্জন দেয়নি। এই সিস্টেম পরিবর্তন করাই জুলাই বিপ্লবের চাহিদা। প্রচলিত পদ্ধতির নির্বাচন মানেই স্বৈরাচার তৈরির আয়োজন।” ২৪ পরবর্তী বাংলাদেশে নতুন করে স্বৈরাচার তৈরির সব পথ বন্ধ করতে পিআর পদ্ধতির নির্বাচনের...