ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে স্পিডবোট ডুবে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আট জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ননী গোপাল হালদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে গোপালপুর ঘাট থেকে স্পিডবোটটি ছেড়ে যায়। পদ্মা নদীর অপর পারের মৈনট ঘাটের কাছাকাছি পৌঁছালে প্রচণ্ড ঢেউ আর স্রোতে পড়ে তলা ফেটে স্পিডবোটে পানি উঠে ডুবে যায়। এ সময় স্পিডবোটের ১৮ জন যাত্রী প্রায় আধাঘণ্টা পদ্মায় ভেসে ছিলেন। পরে স্থানীয়রা ছুটে গিয়ে দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার করেন। মারা যাওয়া যাত্রীর নাম দুর্গা রায় (৫৬)। তিনি উপজেলার জয়দেব সরকারের ডাঙ্গি গ্রামের বিমল চন্দ্র রায়ের স্ত্রী। আহত অবস্থায় সিকমা আক্তার (২০), লক্ষণ রায় (০৩), মারিয়া আক্তার (২৫), মাসুদ আলমসহ মোট আট যাত্রীকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি...