বৃষ্টির জন্য ক’দিন আগে স্থগিত হওয়া জাতীয় লীগ টি-টোয়েন্টি পুনরায় শুরুর ম্যাচে খুলনা বিভাগকে ৮ উইকেটে উড়িয়ে দেয় রাজশাহী বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার,(২৬ সেপ্টেম্বর ২০২৫) ২০ ওভারে ১৭১ রান তোলে খুলনা। ৩৪ বলে ৬৩ রান করেন সৌম্য সরকার। রান তাড়ায় রাজশাহী জিতে যায় ২৩ বল বাকি রেখেই। সোহানের সঙ্গে শান্তর উদ্বোধনী জুটিতেই আসে ১৪৮ রান। ৮ চার ও ২ ছক্কায় ৩৯ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন রাজশাহী অধিনায়ক শান্ত। টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা তিন ওভারেই হারায় তিন উইকেট। প্রথম ওভারেই ইমরানউজ্জামানকে ফেরান নিহাদ উজ জামান। বাঁহাতি এই স্পিনার পরে বিদায় করেন খুলনা অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে। মাঝে মেহেরব হোসেনের শিকার এনামুল হক (বিজয়)। ১৩ রানে ৩ উইকেট হারানো দলকে দারুণভাবে এগিয়ে নেন সৌম্য। সঙ্গী পান তিনি আফিফ হোসেনকে।...