কপোরেট ডেস্ক: ঢাকায় বছরের সবচেয়ে বড় সনি পণ্যের প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়। সনি এক্সপো ২০২৫ সর্বসাধারণের জন্য উন্মুক্ত, মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারজাত হওয়া সনির সর্বশেষ মডেলের টিভি– ব্রাভিয়া ফাইভ, ব্রাভিয়া টু মার্ক টু, কিউ-ডি ওলেড এইট মার্ক টু, সাউন্ড বার– ব্রাভিয়া থিয়েটার সিস্টেম সিক্স, ব্রাভিয়া থিয়েটার বার সিক্স, সাউন্ড সিস্টেম– আল্ট ফিল্ড থ্রি, ফিল্ড ফাইভ ও আল্ট মাইক এবং নতুন মডেলের এএনসেভেন নেকবেন্ড হেডফোনের প্রদর্শনী, এক্সপেরিয়েন্স এবং ক্রয়ের বিশেষ সুযোগ। এই মেলা থেকে পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন সবচেয়ে সুলভ মূল্য, সঙ্গে লেটেস্ট মডেলের সাউন্ড সিস্টেম– বার সিক্স, লেটেস্ট মডেলের হেডফোন– এএনসেভেন নেকবেন্ড, স্মার্ট এন্ড্রয়েড এয়ার মাউসসহ বাহারি উপহার জেতার সুযোগ। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া সনি এক্সপো ২০২৫ শেষ হবে...