বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। ঢাকার ১৫টি ক্লাবকে বাদ দিয়ে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের পর থেকে শুরু হওয়া সমালোচনা এখনো থামেনি।যদিও চূড়ান্ত তালিকায় ফিরেছে বাদ পড়া সেই ক্লাবগুলো। এদিকে বিসিবি নির্বাচনে ঘিরে নানা বিতর্কের মধ্যেই জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুমিনুল হক, ইরফান শুক্কুর এবং মোহাম্মদ মিঠুন তাদের ব্যক্তিগত ফেসবুক পেজে হুবহু একই লেখা পোস্ট করেন। তারা লেখেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। ’ বিষয়টি ভালোভাবে নেননি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, বর্তমানে...