ফরিদপুরের চরভদ্রাসনে স্পিডবোট ডুবে দূর্গা রানী (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও আটজন আহত হয়েছেন। আহতদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চরভদ্রাসনের গোপালপুর ঘাট হতে একটি স্পিডবোট ঢাকার দোহার মৈনুট ঘাটের উদ্দেশ্যে যাওয়া পথে এ ঘটনা ঘটে। নিহত দূর্গা রানী উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা বিমল রায়ের স্ত্রী। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে চরভদ্রাসন গোপালপুর ঘাট হতে ঢাকার দোহার মৈনুট ঘাটের উদ্দেশ্যে ১৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ছেড়ে যায়। বোটটি মৈনুট ঘাটের কাছাকাছি যাওয়ার পূর্বে প্রচণ্ড ঢেউয়ের তোরে তলা ফেটে গিয়ে ডুবে যায়। যাত্রীরা বোটটি ভাসমান অবস্থায় প্রায় এক ঘণ্টা ধরে রাখে।...