এমনিতেই বেশ কজন ফুটবলারের চোটে জেরবার বার্সেলোনার জন্য এবার জোড়া ধাক্কা। কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেলেন ফরোয়ার্ড রাফিনিয়া ও গোলরক্ষক হোয়ান গার্সিয়া। লা লিগা চ্যাম্পিয়নরা শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানায়, হ্যামস্ট্রিংয়ের চোটে রাফিনিয়াকে বাইরে থাকতে হতে পারে প্রায় তিন সপ্তাহ। বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পাওয়া গার্সিয়ার অস্ত্রোপচার হবে শনিবার। চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। দুজনই চোট পান বৃহস্পতিবার লা লিগায় রেয়াল ওবিয়েদোর বিপক্ষে বার্সেলোনার ৩-১ গোলে জয়ের ম্যাচে। চোটের কারণে আগে থেকে বাইরে আছেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন ও মিডফিল্ডার গাভি। গত রোববার চোট পেয়ে ছিটকে যান আরেক মিডফিল্ডার ফের্মিন লোপেস। এবার আরও দুই খেলোয়াড়কে হারাতে হলো কাতালান দলটিকে। এর মাঝে কিছুটা স্বস্তির খবর অবশ্য আছে। চোট কাটিয়ে এরই মধ্যে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ডিফেন্ডার...