২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ পিএম ৫ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দলটির আয়োজনে জেলা শহরের মিঠাপুকুর এলাকার ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় পৌর শাখার সেক্রেটারি নাসির উদ্দিনের সঞ্চালনায়, পঞ্চগড় জেলা শাখার সভাপতি ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামের ছাত্র শিবিরের পঞ্চগড় জেলা শাখার সভাপতি রাশেদ ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে তারই ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। আর সেই নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। আজকে যারা বলে...