বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে মাঠে বল গড়ানোর আগেই জমে উঠেছে উত্তাপ। ভোটার তালিকা প্রকাশ থেকে শুরু করে আদালতের রিট, এখন আবার যুক্ত হয়েছে বর্তমান ক্রিকেটারদের সরব অবস্থান। সামাজিক যোগাযোগমাধ্যমে সুষ্ঠু নির্বাচনের দাবি তোলায় সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। এ নিয়েই মুখ খুললেন বিসিবির ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।তিনি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে বলেন, ‘পৃথিবীর কোথাও দেখা যায় না যে বর্তমান ক্রিকেটাররা বোর্ডের নির্বাচনের মতো সংবেদনশীল বিষয়ে কথা বলছে। এটা তাদের কন্ট্রাক্টের সরাসরি ভায়োলেশন।’তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেটারদের দিয়ে দলাদলি করানো খুবই দুঃখজনক। দুই বছর আগে, পাঁচ বছর আগে—এমনটা আমরা দেখেছি, এখনো হচ্ছে। যারা এটা করাচ্ছেন, তাদের শেইম ফিল করা উচিত।’এর আগে সভাপতি আমিনুল ইসলামের চিঠি ঘিরে রিট, হাইকোর্টের স্থগিতাদেশ ও আপিল বিভাগের হস্তক্ষেপে নির্বাচন প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা...