আগামী নির্বাচন নিয়ে কেউ জবরদস্তি করতে চাইলে সংঘাতের সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় জোনায়েদ সাকি দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সকল ধরনের জবরদস্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। জোনায়েদ সাকি বলেন, দেশের মানুষ গণহত্যার বিচার চায়, সংস্কার চায় ও নির্বাচন চায় এবং আগামী ফ্রেরুয়ারির মধ্যে সে নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র দেশের মানুষ মানবে না বরং প্রতিহত করবে। জোনায়েদ সাকি আরও বলেন, বিএনপি-জামাত-এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয়। অনেক সমন্বয়কদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। যাঁরা ক্ষমতার চেয়ারে বসে ভাগাভাগি করছেন তাদের তথ্য দেশের মানুষ কাছে আছে।...