বগুড়ার নন্দীগ্রামে খাদিজা খাতুন মিষ্টি (২১) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে পুলিশ উপজেলার ওমরপুর গ্রামের শয়ন ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। সন্ধ্যায় নন্দীগ্রাম থানার ওসি ফইম উদ্দিন এ তথ্য দিয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, গৃহবধূ খাদিজা খাতুন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর গ্রামের ব্যবসায়ী ফোরকান আলীর স্ত্রী। তার সাড়ে তিন ও আড়াই বছর বয়সি দুটি ছেলেসন্তান রয়েছে। সন্তানরা হাঁটাচলা করায় শুক্রবার সকালে স্বামী ফোরকান আলী ওমরপুর হাটে যান। দুপুরে বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজা লাগানো। অনেক ডাকাডাকি করেও দরজা না খুললে ভেঙে ভেতরে ঢোকেন। ঘরে আড়ার সাথে গলায় রশির ফাঁস দেওয়া স্ত্রীর মরদেহ ঝুলতে দেখতে পান। কি কারণে স্ত্রী খাদিজা খাতুন মিষ্টি আত্মহত্যা করেছেন, সেই সম্পর্কে তিনি কিছুই জানেন না। প্রতিবেশীরা বলছেন, পারিবারিক কলহের জেরে ওই...