বলিউডের দুই হট অভিনেত্রী বিপাশা বসু ও ক্যাটরিনা কাইফকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ মুহূর্তে পুরোনো প্রেম নতুন করে জেগে ওঠার গল্প চলছে বলিপাড়ায়। এর আগে ২০০৮ সালে বিপাশা বসু ও জন আব্রাহমের প্রেমের সম্পর্ক যখন তলানিতে ঠেকে, ঠিক তখনই বলিউডে রটে যায়— বিপাশাকে ছেড়ে নাকি জন আব্রাহাম ক্যাটরিনার প্রেমে মত্ত। সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে এ নতুন গুঞ্জন। সেই সময় সালমান খানের কাছ থেকে দূরে সরে যান ক্যাটরিনা কাইফ। পরে হাত ধরেন জন আব্রাহামের। সেই সময় ‘নিউইয়র্ক’ সিনেমার শুটিংয়ে নাকি জন ও ক্যাটরিনার মধ্যে মন দেওয়া-নেওয়া হয়। বলিপাড়ায় চলে ক্য়াট ও জনের সেই প্রেমের গুঞ্জন। ঠিক সেই সময় কফি উইথ করণে হাজির হলেন অভিনেত্রী বিপাশা বসু। সঞ্চালকের সঙ্গে কথায় কথায় জন ও ক্যাটরিনার প্রেমের প্রসঙ্গ...