‘ডোন্ট মিস দি বিট’ বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্যকে সামনে শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত রমনা পার্কের মৎস্য ভবন গেইট প্রাঙ্গনে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের উদ্যোগে সর্বসাধারণের জন্য ‘সিপিআর অ্যান্ড কার্ডিয়াক ফিটনেস ক্যাম্প’ অনুষ্ঠিত হয় । ক্যাম্পে হৃদরোগ প্রতিরোধ করতে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি জীবন রক্ষাকারী সিপিআর প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি দেড় শতাধিক শ্রেণী-পেশার ও বয়সের মানুষজনকে কার্ডিয়াক ফিটনেস স্ক্রিনিং যেমন বি এম আই, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, স্কিন ফ্যাট নির্ণয় করে চিকিৎসকগণ তাদেরকে হৃদরোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ যেমন ব্লাড প্রেশার-সুগার-ফ্যাট নিয়ন্ত্রণ, আনন্দময় জীবনযাপন, সঠিক এক্সারসাইজ ও খাদ্যাভ্যাস বিষয়ে ধারনা প্রদান করেন। ক্যাম্পে আসা বক্তারা বলেন, দেশে হৃদরোগজনিত কারণে প্রতি বছর প্রায় পৌনে তিন লাখ মানুষ মারা যান। অথচ একটু সচেতন হলেই ৮০ শতাংশ...