অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত দেড় দশকের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে জবাবদিহিতা ছাড়া যে কোনো উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। আরও পড়ুনআরও পড়ুনজাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক হীনস্বার্থ ও দুর্নীতির উদ্দেশ্যে গৃহীত অবকাঠামো প্রকল্প শুধু যে অর্থনীতির উপরই চাপ বাড়ায় তা নয়, তা জনগণের কোনো কল্যাণও করে না। দায়িত্ব গ্রহণের পর আমরা একে একে আবিষ্কার করি দুর্নীতি ও জনগণের সম্পদ চুরি কি ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল এবং তার ফলশ্রুতিতে দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা কি ভয়ানক নাজুক ও ভঙ্গুর হয়ে পড়েছিল।’ দুর্নীতির উদ্দেশে গৃহীত এসব তথাকথিত উন্নয়ন প্রকল্প রোধে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে জানিয়ে ড. ইউনূস যোগ করেন, ‘আমরা এর...