বরগুনার পাথরঘাটা উপজেলায় ছয় শতাধিক সনাতন ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনির কাছে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময়ে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পাথরঘাটা উপজেলা শাখার নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুক্রবার সকাল ১০টার দিকে পাথরঘাটা আজহার উদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির এক মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি। নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- বাংলাদেশে সব মানুষেরই সমান অধিকার রয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবারই সমান অধিকার রয়েছ। ইতোপূর্বে আপনারা দেখেছেন গত বছর বিএনপির নেতারা হিন্দুদের...