শরতের শান্ত ভোরে ঠাকুরগাঁওয়ের আকাশে যেন হঠাৎ খুলে গেল এক মহাজাগতিক ক্যানভাস। উত্তর দিগন্তের ধূসর মেঘের পর্দা ভেদ করে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘার বরফে মোড়ানো চূড়া যখন উঁকি দিল, সেই দৃশ্য দেখে মুগ্ধতা ছড়িয়ে পড়ল আপামর জেলাবাসীর চোখে। এই অলৌকিক দৃশ্য বছরের খুব সীমিত কিছু দিনে বিশেষত শরতের আকাশ যখন মেঘমুক্ত ও ঝকঝকে থাকে, কেবল তখনই বাংলাদেশের মাটি থেকে দেখা সম্ভব। দীর্ঘ মেঘাচ্ছন্ন দিনের বিরতি টেনে শুক্রবার ভোরের পরিষ্কার আকাশ যেন সেই দুর্লভ সুযোগ এনে দিয়েছিল। সদর উপজেলার বুড়িরবাঁধ, চিলারং ইউনিয়ন থেকে শুরু করে বালিয়াডাঙ্গীর লাহিড়ী ফাঁসিদহ পর্যন্ত নানা এলাকা থেকে মানুষ দল বেঁধে ছুটে আসে এই হিমালয়-কন্যাকে এক ঝলক দেখতে। সকাল হতেই সামাজিক যোগাযোগমাধ্যম ভরে ওঠে কাঞ্চনজঙ্ঘার ছবিতে আর ভিডিওতে। পরিবার নিয়ে রাস্তার ধারে, বন্ধুদের সঙ্গে ক্যামেরা হাতে—প্রত্যেকের চোখে একই বিস্ময়!...