এশিয়া কাপের ১৭তম আসরে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের চ্যালেঞ্জিং স্কোর। শ্রীলংকার বিপক্ষে গুরুত্বহীন ম্যাচে ৫ উইকেটে ২০২ রানের পাহাড় গড়েছে ভারত। দলের হয়ে ৩১ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬১ রান করেন অভিষেক শর্মা। ৩৪ বলে চারটি চার আর একটি ছক্কার সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা। ২৩ বলে এক চার আর ৩টি ছক্কার সাহায্যে ৩৯ রান করেন সাঞ্জু স্যামসন। ১৫ বলে একটি চার আর একটি ছক্কার সাহায্যে ২১ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। সুপার ফোরে টানা দুই হারে ফাইনালের আগেই ছিটকে গেছে শ্রীলংকা। আজ নিজেদের শেষ ম্যাচে শান্তনার জয় নিয়ে দেশে ফিরতে চায় তারা। অন্যদিকে ভারত টুর্নামেন্টের শুরু থেকে...