নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।জাতিসংঘে দেওয়া ভাষণে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠান থেকে শুরু করে রোহিঙ্গা সংকট সমাধান এবং জেরুজালেমকে রাজধানী করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানসহ নানা বিষয়ে আলোকপাত করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশে সময় রাত ৯.২০ মিনিটে তিনি ভাষণ শুরু করেন। এরপর প্রায় ৪০ মিনিট তিনি জাতিসংঘে ভাষণ দেন। বিসমিল্লাহির রাহ্মানির রাহিমমাননীয় সভাপতি,আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ণ!জাতিসংঘের ইতিহাসে পঞ্চম নারী হিসেবে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এ দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধিদল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে। একই সাথে জাতিসংঘ সনদের আট দশক পূর্তি উপলক্ষ্যে এই মহান পরিষদে উপস্থিত সকল সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানাচ্ছি। এবারের অধিবেশন অতীত দর্শন ও ভবিষ্যতের রূপরেখা তৈরি— উভয়ের জন্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গত...