২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন নির্বাচনী উৎসবের দিকে এগিয়ে যাচ্ছে। গোটা জাতি একটি উৎসবমুখর নির্বাচন দেখতে উন্মুখ হয়ে অপেক্ষা করছে। দেশের সবচেয়ে বৃহত্তম দল বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র, শর্তারোপ ও বাধা-বিপত্তি সৃষ্টি করা হচ্ছে। বিএনপি হলো সাধারণ মানুষের দল। দেশের অন্তত ৮০ শতাংশ মানুষ এখনও বিএনপিকে ভালোবাসে। তাই গত ১৭ বছরের বহুমুখী দমন-নিপীড়ন সত্ত্বেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি। মানুষের ভোটাধিকার নিয়ে আগামীতে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, এই সময়ে একটি গোষ্ঠী অযৌক্তিক কিছু দাবি নিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির বিজয়...