নড়াইলের কালিয়া উপজেলায় দুই দশক ধরে বন্ধ থাকা ‘আল্পনা’ সিনেমা হলের জরাজীর্ণ ভবনে তাবলিগের ‘মার্কাজ মসজিদ’ চালু করা হয়েছে। গত বুধবার দুপুরে ভবনটির সামনে ‘কালিয়া উপজেলা তাবলিগি মার্কাজ মসজিদ’ নামে একটি ব্যানার টাঙিয়েছে ‘আলমী শুরায়ী নেজাম’ নামের একটি সংগঠন। বর্তমানে ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কালিয়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ১৯৮৮ সালে আল্পনা সিনেমা হলের যাত্রা শুরু হয়। হলটি যে ভবনে পরিচালিত হতো সেই ভবনটি ১৯৮৪ সালে উপজেলা টাউন হল নামে প্রতিষ্ঠিত হয়। পরে সেটি ১৯৮৮ সালে সরকারের কাছ থেকে ইজারা নিয়ে সিনেমা হল হিসেবে যাত্রা শুরু করে। বাংলা সিনেমার স্বর্ণালী যুগ শেষ হওয়ার পর থেকেই যৌবন ফুরিয়ে যায় আলপনা সিনেমা হলের। পরবর্তীতে ২০০৮ সালের পর থেকে চিরতরে বন্ধ যায় পেক্ষাগৃহটি। এরপর থেকে আলপনা সিনেমা...