রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল গনি (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুল গনি গেন্ডারিয়া এলাকার মৃত আব্দুল আলীম মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী পথচারী মো. মিরাজ জানান, সায়েদাবাদ রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান। নিহতের ছেলে আশরাফুল আলম জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে তাঁরা বাবার মরদেহ...