চ্যাম্পিয়নস লিগের মঞ্চে পিএসজির মতো প্রতিপক্ষের বিপক্ষে নামার আগেই বড়সড় ধাক্কা খেল বার্সেলোনা। একসঙ্গে দু’জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়—গোলকিপার জোয়ান গার্সিয়া ও ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থেকে। এর ফলে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের জন্য তৈরি হয়েছে এক কঠিন সংকট।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার অনুশীলনে হাঁটুতে মারাত্মক চোট পান প্রথম পছন্দের গোলকিপার গার্সিয়া। পরীক্ষায় ধরা পড়েছে বাঁ হাঁটুর মেডিয়াল মেনিস্কাস ছিঁড়ে গেছে। শনিবার অস্ত্রোপচার করার পর অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এ সময় গোলবার সামলানোর দায়িত্ব পড়বে অভিজ্ঞ পোলিশ গোলকিপার ভইচেখ সেজনির কাঁধে।অন্যদিকে, ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া ভুগছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে। তার ডান পায়ের মাংসপেশিতে সমস্যা ধরা পড়েছে, যার ফলে কমপক্ষে তিন সপ্তাহ বাইরে থাকতে হবে। এতে করে তিনি মিস করবেন লা লিগার রিয়াল...