শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নদের পাড়ের বরই গাছের নিচে এ আয়োজন করা হয়।শিল্প-সাহিত্যের সংগঠন ‘পরম্পরা’-র আয়োজনে গান ও কথায় শিল্পী ফরিদা পারভীন স্মরণে ভোর সাড়ে ৬টা থেকে শুরু হওয়া এ আয়োজনে লালনের দর্শন, মানবতা আর জীবনের কথা গানে গানে ছুঁয়ে যায় উপস্থিত শ্রোতাদের।অনিরুদ্ধ শুভ, মিজান বাউলা, হিরক, আফ্রিদসহ ময়মনসিংহের তরুণ শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় ফরিদা পারভীনের গাওয়া জনপ্রিয় লালনগীতি। শুধু গান নয়, কথার মাধ্যমে উঠে আসে ফরিদা পারভীনের জীবনের নানা দিক, তার সংগ্রাম আর সাফল্যের গল্পও।‘হেই থাক্কাইকা বাজারে আইতারি না, ঘরবৈঠক আমি’অনুষ্ঠানে মাজার ভাঙা, সংস্কৃতিতে আঘাত ও মানুষের উপর অত্যাচারকারীদের প্রতি ঘৃণা জানানো হয়। সম্প্রতি ভাইরাল হওয়া ময়মনসিংহের তারাকান্দার হালিম উদ্দিন আকন্দকে যেভাবে কয়েকজন লোক ধরে জোর করে চুল কেটে দেয় সেভাবে প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজক শামীম আশরাফের চুলও কেটে...