চট্টগ্রাম:যাদের কাছে পূজো মানে কেবল প্রতিমা দেখা বা রঙিন আলোর ঝলকানি। নতুন জামা, পূজোর মিষ্টি কিংবা মণ্ডপে ঘোরাঘুরি অধরা স্বপ্ন—সেইসব শিশুদের মুখে আনন্দের হাসি ফোটাতে এগিয়ে এলো অসাম্প্রদায়িক সামাজিক ও শিক্ষামূলক সংগঠন চারুলতা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলার রামগড়ে চা বাগানের শ্রীশ্রী গীতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে শারদ উপহার হিসেবে নতুন জামা বিতরণ করা হয়। একইসঙ্গে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় শিক্ষাসামগ্রী। আয়োজন করা হয় একসাথে খাবারের, যেখানে ভাত-তরকারি থেকে মিষ্টান্ন— সবই ভাগাভাগি করে খেয়েছে শিশুরা। শুধু জামা বা খাবার নয়, চারুলতা শিশুদের জন্য আয়োজন করে গান-বাজনা ও ছোট্ট সাংস্কৃতিক পরিবেশনারও। উৎসবের আমেজে মুখর ছিল তাদের হাসি-খুশির শব্দ। তাদের কাছে এই দিনটি মানেই এক টুকরো খাঁটি আনন্দ, যেখানে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত...