জাতীয় ক্রিকেট লিগ টি-টুয়েন্টিতে বড় জয় পেয়েছে ঢাকা বিভাগ। রান পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও আরিফুল ইসলাম। তবে ব্যর্থ হয়েছেন রংপুর বিভাগের খেলোয়াড়েরা। ব্যাটারদের ব্যর্থতায় বড় হার দেখেছে দলটি। সিলেটে টসে হেরে আগে ব্যাট করতে নামা ঢাকা বিভাগ নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে। জবাব দিতে নেমে ১৭.১ ওভারে অলআউট হয় রংপুর, ৭১ রানের জয় পায় মাহিদুল ইসলাম অঙ্কনের দল। আগে ব্যাট করতে নেমে ব্যর্থ হন ঢাকার আশিকুর রহমান শিবলি। জিশান আলম খেলেন ১৭ রানের ইনিংস। এরপর বড় ইনিংস খেলেন আরিফুল ইসলাম, করেন ৪৯ বলে ৫৯ রান। তবে ঝড় তুলেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ৩২ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন যেখানে পাঁচটি ৪ ও চারটি ছক্কার মার ছিল। রংপুরের মুকিদুল ইসলমা মুগ্ধ, আব্দুল...