যুক্তরাজ্য সরকার বলেছে, দেশের কর্মক্ষেত্রে প্রতিটি কর্মীর জন্য ডিজিটাল পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে। এতে যুক্তরাজ্যে কারও জন্য অবৈধভাবে কাজ করা কঠিন হবে। অবৈধ অভিবাসন মোকাবেলা এবং জনমত জরিপে এগিয়ে থাকা পপুলিস্ট রিফর্ম ইউকে দলের হুমকি ঠেকাতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সর্বসাম্প্রতিক এই পদক্ষেপ নিচ্ছেন। শুক্রবার কানাডা, অস্ট্রেলিয়া ও আইসল্যান্ডের নেতাদের সঙ্গে গ্লোবাল প্রগ্রেস অ্যাকশন সামিটের ভাষণে স্টারমার বলেন, তার বামঘেঁষা লেবার সরকার অন্যান্য অনেক দেশের সরকারের মতো অভিবাসন নিয়ে ভোটারদের উদ্বেগকে গুরুত্ব দিতে ইতস্তত করেছে। এর সুযোগে রিফর্ম ইউকের মতো দলগুলো জনপ্রিয়তা অর্জন করেছে বলে মন্তব্য করেন তিনি। ব্রেক্সিটপন্থি নাইজেল ফারাজের নেতৃত্বাধীন দলটিকে ২০২৯ সালের নির্বাচনে লেবারের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন স্টারমার। স্টারমার বলেন, “তাই আজ আমি ঘোষণা দিচ্ছি—এই পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরিক্ষেত্রে কর্মীদের কাজের অধিকার পাওয়ার জন্য নতুন...