জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বারবার আমাদের ছেলে-মেয়েদের নেতৃত্বে জনগণকে অসংখ্য ত্যাগ স্বীকার করে নিজেদের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, গত বছর এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণঅভ্যুত্থান সংঘটিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা আপনাদের শোনানোর জন্য। আজ আমরা এই রূপান্তরের অগ্রযাত্রায় আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি, তা বলব। পৃথিবীর প্রতি ১০ জনের মধ্যে তিনজনের নিবাস বাংলাদেশে। শুধু সে কারণে অথবা ভূ-রাজনৈতিক কারণে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ রয়েছে বলে আমাদের ইতিহাস জানার দরকার তা নয়, বরং এ কারণে বাংলাদেশের বর্ণনা গুরুত্বপূর্ণ, তার সাধারণ মানুষের অসাধারণ ক্ষমতার ওপর আস্থা তৈরি করবে। এটি বিশ্বের সব দেশের মানুষের মধ্যে আশার...