পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি ||রাইজিংবিডি.কম পটুয়াখালীর বাউফলে ঘাস খেয়ে একে একে ৯টি মহিষ মারা গেছে। এ ঘটনায় আরো ৬টি মহিষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া ও রঘুনাথদ্দী চর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু জেলে উন্মুক্ত জলাশয়ে বিষ প্রয়োগে মাছ ধরেন। মহিষ মালিকদের অভিযোগ, জলাশয়ে প্রয়োগ করা বিষ ঘাসে লেগেছিল। সেই ঘাস খেয়ে মহিষগুলোর মৃত্যু হয়েছে। মৃত মহিষগুলোর মধ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের আব্দুর রশিদ হাওলাদারের ২টি, সাহেবেরহাট এলাকার সোহাগ হোসেনের ৪টি এবং মো. মাসুদের ৩টি। তারা গত দেড় মাস ধরে বরিশালের বিভিন্ন এলাকা থেকে মোট ৮০টি মহিষ নিয়ে এসে চরাঞ্চলে লালন-পালন করছিলেন। রাখালদের হিসেবে, মারা যাওয়া মহিষগুলোর বাজারমূল্য প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা। মহিষের মালিক মো....