ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ঢেউয়ের আঘাতে স্পিডবোটের তলা ফেটে পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় চরভদ্রাসনের গোপালপুর ঘাট থেকে দোহারের চরমঈনূট ঘাটে যাওয়ার পথে ঘাটের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। পরে প্রায় পৌনে এক ঘণ্টা পর আরেকটি স্পিডবোট ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করে। নিহত ওই নারীর নাম দুর্গা রানী রায় (৫৭)। তিনি চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা বিমল রায়ের স্ত্রী। জানা গেছে, দুর্ঘটনায় নিহত দুর্গা রানীর তার ছেলে লিটন রায় ও ছেলের স্ত্রী গীতা রায় ও নাতিকে নিয়ে ওই স্পিডবোটে যাচ্ছিলেন। এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছে তাঁর তিন বছরের নাতি লক্ষণ রায় রয়েছে। আহত অন্য একজনের নাম মারিয়া (২৫)। তিনি চরভদ্রাসন সদরের বালিয়াডাঙ্গী গ্রামের আবু দাউদের...