ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুদ্ধাপরাধের আসামি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।গাজায় চলমান গণহত্যার মধ্যে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সাধারণ বিতর্ক পর্বের চতুর্থ দিন বক্তব্য দিতে গিয়ে এ অপমানজনক পরিস্থিতির মুখে পড়েন ইসরাইলি নেতা।দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু আটঘাট বেঁধেই আজ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিতে যান। তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন জাতিসংঘে দেয়া তার বক্তব্য যেন লাউড স্পিকারের মাধ্যমে গাজায় শোনানো হয়।জাতিসংঘে ফ্রান্স, ব্রিটেনসহ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিয়েছে। গাজায় ইসরাইলের গণহত্যার যুদ্ধ নিয়ে কয়েক ডজন বিশ্বনেতা ইসরাইলি নেতাদের তীব্র সমালোচনা করেছেন।এমন পরিস্থিতিতে সাধারণ বিতর্ক পর্বের চতুর্থদিন শুক্রবার সকালে প্রথম বক্তা হিসেবে হিসেবে পোডিয়ামে দাঁড়ান নেতানিয়াহু। কিন্তু...