ইসরায়েলি বিমান হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ইয়েমেনি সামরিক বাহিনী। স্থানীয় সংবাদমাধ্যম এবং পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায়, ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ইসরায়েলি যুদ্ধবিমানকে লক্ষ্য করে আক্রমণ করেছে। সেই সাথে ইসরায়েলি বিমানকে সানার আকাশ ছেড়ে যেতে বাধ্য করেছে।বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী প্রায় ২০টি যুদ্ধবিমান দিয়ে সানার দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করে। স্থানীয় সূত্র জানায়, শহরের ওপর ১২টি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।আল-মায়াদিন টিভি নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এক সূত্র জানায়, কেবল যুদ্ধবিমান নয় ইসরায়েল এই হামলায় সমুদ্র থেকেও ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছিল। কিন্তু ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মাল্টি-লেয়ারড ডিফেন্স বা বহু-স্তরীয় প্রতিরক্ষা তৈরি করে শত্রুপক্ষের অধিকাংশ হামলা নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে।ইসরায়েলি সূত্রগুলো সামরিক লক্ষ্যবস্তু এবং ইয়েমেনি কমান্ডারের সদর দফতরে আঘাত...