বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, নাগরিক সেবা প্রদানে সিটি কর্পোরেশন সর্বদা নিয়োজিত। তিনি বলেন, সেবার বিপরীতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অসদুপায় অবলম্বন করলে সিটি কর্পোরেশনের নিজস্ব আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করা হয়েছে। যাচাই-বাছাই শেষে দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। বর্তমানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর মেয়াদ আগামী দুই মাসের মধ্যে শেষ হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার গতি ও মানোন্নয়ন নিশ্চিত করতে এই নতুন নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে। প্রশাসক বলেন, মানবিক কারণে নতুন ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত আগের ঠিকাদাররা কাজ চালিয়ে যেতে পারবেন। তবে কারও বিরুদ্ধে...