এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের 'রাজনৈতিক মন্তব্যের' জন্য ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। একই পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে পাকিস্তানের ক্রিকেটার হারিস রউফকে। তিনি '৬-০' অঙ্গভঙ্গির জন্য তাকে জরিমানা করা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ করেছিল যে সূর্যকুমারের মন্তব্যে রাজনৈতিক ইঙ্গিত রয়েছে। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর ভারতের জয়কে সূর্য পেহেলগাম হামলার শিকার এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি উৎসর্গ করেছিলেন। আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন অভিযোগ তদন্ত করে জরিমানা নির্ধারণ করেন। সঙ্গে বাকি টুর্নামেন্টে কোনো রাজনৈতিক মন্তব্য না করার নির্দেশও...