কক্সবাজার মেডিকেল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের রাজনীতিতে সক্রিয় থাকা তাহমিদ আলম সফি। ক্যাম্পাসে সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সম্প্রতি ছয় সদস্যের এ আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে ২৪ সেপ্টেম্বর এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি তাহমিদ আলম সফি ছাড়াও রয়েছেন সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল নাঈম তোহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজিদুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাবিত তাবি, যুগ্ম সাধারণ সম্পাদক নাবিলা ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আলিফা ফারদিন। খোঁজ নিয়ে জানা গেছে, কমিটির ছয় সদস্যের মধ্যে পাঁচজনই ইন্টার্নশিপের শেষ পর্যায়ে রয়েছেন। কেবল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবিত তাবি এখনো তৃতীয় বর্ষের শিক্ষার্থী।...