ইরান ও রাশিয়া ২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছে, যার আওতায় তেহরানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। শুক্রবার ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে, ঠিক সেই সময়ে যখন দেশটির বিরুদ্ধে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহালের আশঙ্কা ঘনিয়ে আসছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হরমোজগান প্রদেশের সিরিক এলাকায় চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ‘ইরান হরমোজ কোম্পানি’ ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা ‘রোসাটম’-এর মধ্যে চুক্তি হয়েছে। প্রতিটি প্ল্যান্টের উৎপাদনক্ষমতা হবে ১ হাজার ২৫৫ মেগাওয়াট। তবে নির্মাণের সময়সূচি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বর্তমানে ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহরে ১ হাজার মেগাওয়াট উৎপাদনক্ষমতা সম্পন্ন একটিমাত্র কার্যকর বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যা দেশটির জ্বালানি চাহিদার তুলনায় অতি নগণ্য। আরও পড়ুনআরও পড়ুনউত্তেজনার মধ্যেই নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা ইরানের চুক্তিটি এমন সময়ে স্বাক্ষরিত হলো, যখন ইউরোপীয় পক্ষগুলোর উদ্যোগে ২০১৫ সালের...