রাজধানীর সায়দাবাদ রেলগেটে ট্রেনের ধাক্কায় আব্দুল গনি (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজন ও পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পথচারী মো. মিরাজ হোসেন জানান, রাতে ওই ব্যক্তি সায়দাবাদ রেলগেট দিয়ে পার হচ্ছিলেন। এসময় নারায়ণগঞ্জ গামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। দেখতে পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিহতের ছেলে মো....