রাজধানীর মৌচাক, মালিবাগ ও তালতলা এলাকার বিপণিবিতানগুলোতে শেষ সময়ে এসে জমে উঠছে দুর্গাপূজার কেনাকাটা। মনের মতো পোশাক কিনতে দোকানে দোকানে ছুটছেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি, এ বছর পোশাকের দাম তুলনামূলক কম। এবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূল পূজা শুরু হবে রোববার (২৮ সেপ্টেম্বর) এবং বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে। এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজার ছুটি শুরু হয়ে গেছে। যে কারণে ভিড় বাড়ছে বিপণিবিতানে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মৌচাক, মালিবাগ ও তালতলা এলাকার দোকান ও বিপণিবিতানগুলোতে বাড়তি ক্রেতার ভিড় দেখা গেছে। সামনে কয়েকদিন কেনাকাটার ধুম চলবে বলে জানালেন ক্রেতা-বিক্রেতারা। বরাবর মতো এবারও পূজার বাজারে ছেলেদের পায়জামা-পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, মেয়েদের বিভিন্ন ধরনের থ্রি-পিস, শাড়ি এবং বাচ্চাদের রকমারি পোশাক পাওয়া যাচ্ছে। ক্রেতা টানতে অনেক দোকান দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ৫০ শতাংশ...