পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলীর ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত। এতে নিয়মিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে রোগীদের যেতে হয় ১৫ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা পার্শ্ববর্তী জেলা-উপজেলার কোনো হাসপাতাল বা ক্লিনিকে। হাসপাতালটির বেহাল দশাতে ওই ইউনিয়ন ছাড়াও পাশাপাশি তিনটি ইউনিয়নের রোগীরা বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবা থেকে। জানা যায়, হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য ডাক্তার ও নার্সসহ মোট ২৩ জন স্টাফ থাকার কথা থাকলেও, বর্তমানে আছে একজন চিকিৎসক, একজন হেড ক্লার ও একজন নার্স দিয়ে কোনমতে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। ফলে জনবল সংকটের কারণে রোগীদের ঠিকমতো চিকিৎসা সেবা দিতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া মুমূর্ষু রোগীদের আনা-নেওয়ার জন্য নেই কোনো এ্যাম্বুলেন্সের ব্যবস্থা। সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ বছর যাবৎ হাসপাতালটির কোন রক্ষণাবেক্ষণের কাজ না হওয়াতে বাহির...