লিখিত বক্তব্যে সংগঠটির সভাপতি অধ্যাপক মো. মামুনুর রশিদ বলেন, ‘গত ২০ সেপ্টেম্বর দুপুর ২টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থী কর্তৃক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ায় ইউট্যাব ঘোষিত ২১ সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছিল। এর প্রেক্ষিতে গত ২৫ সেপ্টেম্বর উপাচার্য মহোদয়ের আহ্বানে উপ-উপাচার্যদ্বয়ের উপস্থিতিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এবং জিয়া পরিষদের শিক্ষকদের মধ্যে চলমান কর্মবিরতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। মিটিং এ উপাচার্য মহোদয় দ্রুত সময়ের মধ্যে এই সকল সন্ত্রাসীদের দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করবেন বলে আমাদেরকে মৌখিক প্রতিশ্রুতি দেন। ‘যার প্রেক্ষিতে এবং আগামী ১৬ অক্টোবর আসন্ন রাকসু নির্বাচন কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্যে ২৮ সেপ্টেম্বর থেকে ইউট্যাব এর শাটডাউন কর্মসূচি আপাতত স্থগিত করা হলো। ১. অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে; ২. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাকসু নির্বাচন...