মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মেধাবী ছাত্র প্রাঞ্চয় তরফদার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছে। মাত্র ১২ বছর বয়সী এই কিশোর পড়াশোনা করছে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে। সম্প্রতি মালয়েশিয়ার সেগি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE)-২০২৫ প্রতিযোগিতায় অংশ নিয়ে সে স্বর্ণপদক অর্জন করেছে। গত ২১- ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের ৩০টি দেশ অংশ নেয়। বাংলাদেশের পক্ষ থেকে চার কিশোর বিজ্ঞানীর একটি দল রোবটিক্স বিভাগে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় তারা নিজেদের সৃজনশীলতা ও গবেষণার মাধ্যমে স্বর্ণপদক জয় করে। বিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন প্রাঞ্চয় তরফদার। তার সঙ্গে ছিলেন হাসিন ইসরাক চৌধুরী তাহা, তানভীর রহমান সাদ ও ইশতিয়াক আহমেদ ইয়ামিন। প্রাঞ্চয়ের বাবা জহর তরফদার শ্রীমঙ্গল উপজেলা শহরের প্রাণকেন্দ্র চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সন্তানের সাফল্যে তিনি বলেন, ছোটবেলা...