জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় যশোর দড়াটানা ভৈরব চত্বরে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। জাগপা যশোর জেলার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা জুলাই সনদের আলোকে নির্বাচন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও জুলুমের বিচার এবং ভারতের সাথে হওয়া অসম চুক্তি বাতিলের দাবি জানান। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক এবং যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত। নিজামদ্দিন অমিত তার বক্তব্যে সরকারের প্রতি ৭টি প্রধান দাবি উত্থাপন করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এসব দাবি জরুরি ভিত্তিতে মেনে নিতে হবে। তার প্রধান দাবিগুলো হলো, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে এর আলোকে জাতীয় নির্বাচন আয়োজন। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের...