বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, চোর-ডাকাতদের আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। তাই শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। চোরের বদলে চোর ক্ষমতায় আনলে হবে না। ডাকাতের পরিবর্তে ডাকাত আনলে হবে না। পরিবর্তন আনতে হলে, ইসলামি দলকে ক্ষমতায় আনতে হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় শাখা আয়োজিত পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। ফয়জুল করীম বলেন, ৫৩ বছর যারা ক্ষমতায় ছিল, তারা জুলুম-অত্যাচার ও অবিচার করেছে। দেশের সম্পদ লুটপাট করেছে। ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। রাষ্ট্রের প্রতিটি খাতকে ধ্বংস করে ফেলেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার চলে গেছে মানে প্রধান বিচারপতিও নেই, ডিজিএফআই-এনএসআই প্রধানও নেই, পুলিশের আইজিও...